সময়ের কথা ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর ব্যস্ততম খিলক্ষেত বাজারে ব্যবসায়ী সহ সাধারণ ভোটারদের সাথে ব্যাপক গণসংযোগ করেন ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যক্ষ আশরাফুল হক।
(২২ আগস্ট ২০২৫ ইং)শুক্রবার সন্ধার পর খিলক্ষেত বাজারের বেপারি পাড়া বনসাই রেস্টুরেন্টের সামনে থেকে শুরু করে পুরো খিলক্ষেত বাজারের অলিগলিতে দোকানদার সহ সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন অধ্যক্ষ আশরাফুল হক।
উক্ত সময় জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য প্রার্থীর সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলক্ষেত থানা শাখার আমীর জনাব হাসনাইন সাহেব,জামায়াতে ইসলামীর মজলিসে সূরা সদস্য এবং খিলক্ষেতের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জনাব জাকির হোসেন ভূইয়া,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খিলক্ষেত থানার সভাপতি সারওয়ার হোসাইন চৌধুরী,সেক্রেটারি হাছান ইমাম,”দৈনিক সময়ের কথা”পত্রিকার সম্পাদক আবদুল কুদ্দুস সহ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের খিলক্ষেত থানার নেতৃবৃন্দ।
অধ্যক্ষ আশরাফুল হক বলেন,আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১৮ আসনের জন্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।ইতিমধ্যে আমি আমার সম্ভাব্য নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছি।তারই ধারাবাহিকতায় আজকে আমি সন্ধার পর থেকে খিলক্ষেত বাজারে গণসংযোগ করেছি।আলহামদুলিল্লাহ আমি ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি।যতটুকু জনসাধারণের সাড়া পেয়েছি তাতে মনেহল আমি নিশ্চিত দেশে একটি গ্রহনযোগ্য নির্বাচন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় হবে ইনশাআল্লাহ।এই সময় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।