ঢাকাSaturday , 13 September 2025
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মালেশিয়া প্রবাসী হ্নীলার আলমগীরের মৃতদেহ দেশে আসছে কাল রাতে,১৫সেপ্টেম্বর বাদে আছর জানাজা

admin
September 13, 2025 5:05 pm । ১০৫ জন
Link Copied!

‎কক্সবাজর ডেস্ক,দৈনিক সময়ের কথা:

কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলার সাংবাদিক জাহাঙ্গীরের প্রবাসী ভাইয়ের মৃতদেহ দেশে আসছে কাল রাতে।১৫সেপ্টেম্বর বাদে আছর জানাজা।

‎পারিবারিক সূত্রে জানাযায়,আগামীকাল ১৪সেপ্টেম্বর-২০২৫ ইং মালয়েশিয়ার কুয়ালালামপুর পেনাং বিমান বন্দর হতে সংবাদকর্মী মুহাম্মদ জাহাঙ্গীরের ছোট ভাই মোহাম্মদ আলমগীরের মৃতদেহ বোঝাই বিমান টি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত-১২.৩০ মিনিট-১.০০ টার মধ্যে পৌঁছানোর কথা রয়েছে।ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা রয়েছে। স্বজনেরা মৃতদেহ গ্রহণ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করবে। ১৫ সেপ্টেম্বর দুপুরের দিকে মৃতদেহ বাড়িতে পৌছবে। বাদে আছর হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসা মাঠে জানাজা শেষে পূর্ব সিকদার পাড়ার মসজিদে কবর স্থানে দাফন করা হবে বলে নিহতের বড় ভাই সংবাদ কর্মী মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও পারিবারিক সূত্রে নিশ্চিত করেন।

‎উল্লেখ্য,১০সেপ্টেম্বর সকাল ১০টারদিকে মালয়েশিয়ার বাতুতাওয়ান হোটেল জাবিলের রান্নার কারিগর এবং ১৩বছর ধরে প্রবাসে থাকা বাংলাদেশের টেকনাফের হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মরহুম আবুল মঞ্জুরের ছোট ছেলে ও সংবাদকর্মী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের ছোট ভাই মোহাম্মদ আলমগীর (৩২) বায়তুন তামানের বায়তুন কাছিয়ার ভাড়া বাসার ৭নং কক্ষে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মালয়েশিয়ায় মৃতদেহের পর্যবেক্ষন শেষ ও আইনী জটিলতা কাটিয়ে নিহত ব্যক্তির মৃতদেহ দেশে আনা হচ্ছে।


এদিকে দীর্ঘ এক যুগের অধিক সময় মালয়েশিয়া প্রবাসে থাকা শান্ত, নম্র, ভদ্র ও মিষ্টভাষী আলমগীরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।