সময়ের কথা ডেস্কঃ
রাজধানীর খিলক্ষেত থানা এলাকার অভিজাত আবাসিক এলাকা নিকুঞ্জের নাগরিক উদ্যোগ ও সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সাংবাদিক ও সমাজকর্মী জাহিদ ইকবাল। এলাকাবাসীর কল্যাণে তার উদ্যোগ এবং নিরলস প্রচেষ্টা ইতোমধ্যেই নিকুঞ্জ ও আশপাশের এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
নিকুঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে স্থানীয় বাসিন্দাদের সংগঠিত করার ক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছেন। তার উদ্যোগেই নাগরিক ঐক্যের মাধ্যমে এলাকাটি অটোরিকশামুক্ত করার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। এ পদক্ষেপের ফলে আজ নিকুঞ্জ তার হারানো শান্তি ও আবাসিক পরিবেশ ফিরে পেয়েছে।
পেশাগত জীবনে জাহিদ ইকবাল একজন সক্রিয় সাংবাদিক। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি তাকে নিকুঞ্জ ও টানপাড়া এলাকার মানুষের কাছে আস্থার প্রতীক করে তুলেছে।
স্থানীয়রা জানান, জাহিদ ইকবাল শুধু সমস্যার দিকগুলো তুলে ধরেন না, বরং সমাধানের পথও দেখান। তার নেতৃত্বে নিকুঞ্জে তৈরি হয়েছে নাগরিক ঐক্যের একটি শক্ত ভিত।