ইমরান হাসান, ক্রাইম রিপোর্টার নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৫০০ পিস ইয়াবাসহ মোঃ সৈয়দুল আমিন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজার পুলিশ চেকপোস্টের সামনে থেকে সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোঃ ইকরাম উজ্জামান সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে।
আটককৃত, মোঃ সৈয়দুল আমিন কক্সবাজার জেলার টেকনাফ থানার মাথাভাঙ্গা বড়ডেইল এলাকার কালা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে দায়িত্ব পালনকালে চট্টগ্রাম দিক হতে J.B পরিবহন চট্ট মেট্রো-ব-১১-১৬৮৩ নামক একটি বাস থেকে তাকে আটক করে। পরে তার কাছে থাকা ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান জানান , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।