ঢাকাWednesday , 17 September 2025
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়া থানা পুলিশের অভিযানে অপহরণকারী আটক

admin
September 17, 2025 6:35 pm । ১২৬ জন
Link Copied!

আব্দুল হক, চকরিয়া উপজেলা প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া থানার আওতাধীন মালুমঘাট স্টেশন এলাকায় অস্ত্রসহ এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
১৭ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি বুধবার বিকেল ৪টার সময় চকরিয়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া থানার অফিসের ইনচার্জ তৌহিদু আনোয়ার এর নির্দেশে এসআই মোঃ আরকানুল ইসলাম। আটককৃত ব্যক্তির নাম রমজান আলী।

এ ব্যাপারে চকরিয়া থানা সূত্রে জানা গেছে, আটক রমজান আলী অপহরণ সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।