বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর খিলক্ষেত থেকে জাহিদ নামের এক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
আজ ২৩ মার্চ রাত সাড়ে ৯ ঘটিকায় রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ রাজউক মার্কেটের পিছন থেকে স্হানীয় জনতা ঐ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে খিলক্ষেত থানা পুলিশের হাতে স্থানান্তরের খবর পাওয়া গেছে।আহসানুল হক জাহিদ নামের গ্রেফতারকৃত ঐ ছাত্রলীগ নেতা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।
সূত্রে জানাযায়,জুলাই বিপ্লবে এই ছাত্রলীগ নেতা আহসানুল হক জাহিদ সরাসরি ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান করে ছিলেন। এবং তিনি সরাসরি ছাত্র হত্যার সাথে জড়িত ও ছিলেন বলে জানাযায়।
কিন্তু ৫ আগষ্টের পর ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে গেলে আত্মগোপনে চলে যান ছাত্রলীগ নেতা জাহিদ।অবশেষে শেষ রক্ষা হল না এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার।তিনি বর্তমানে খিলক্ষেত থানা পুলিশ হেফাজতে আছেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠো ফোনে’দৈনিক সময়ের কথা’কে ছাত্রলীগ নেতা আহসানুল হক জাহিদ কে গ্রেফতারের বিষয় টা নিশ্চিত করেন।