ঢাকাFriday , 22 August 2025
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

খিলক্ষেত বাজারে ফ্রী মেডিকেল সেবা সেন্টারে বিনামূল্যে সেবা পেয়ে আনন্দিত রোগীরা

admin
August 22, 2025 9:46 pm । ১০৫ জন
খিলক্ষেত সেবা সেন্টার,চবি:দৈনিক সময়ের কথা
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর খিলক্ষেত বাজারে সাপ্তাহিক ফ্রী চিকিৎসা সেবা সেন্টারে বিনামূল্যে সেবা পেয়ে আনন্দিত সেবা নিতে আসা রোগীরা।

সূত্রে জানাযায়, রাজধানীর বহুল ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ বাজার হল এয়ারপোর্ট সংলগ্ন খিলক্ষেত বাজার।যেখানে রয়েছে পাঁচ শতাদিক দোকান।পুরো বাজার জুড়ে নিয়মিত রয়েছে মালিক,কর্মচারী,ক্রেতা সহ দুই তিন হাজারের উপর লোকের সমাগম।এই বাজার মুখী লোকজনের জরুরি সেবার প্রয়োজনীয়তা চিন্তা করে সম্প্রতি গড়ে উঠেছে “খিলক্ষেত ফ্রী সেবা সেন্টার” নামের একটি সেবা মূলক অস্থায়ী প্রতিষ্ঠান।যেখানে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বিকাল-৫ টা থেকে রাত-৮ টা পর্যন্ত ডাক্তার বসেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, এই সেবা সেন্টারে বাজারের অসংখ্য গরীব দোকানদার,কর্মচারী সহ স্হানীয় অসহায় রোগীরা সেবা নিতে আসতে দেখা যায়।এই বিনামূল্যে মেডিকেল সেবা পেয়ে ব্যাপক আনন্দিত চিকিৎসা নিতে আসা রোগীরা।

সেবা নিতে আসা রোগীরা বলেন,আমরা খিলক্ষেত বাজারে সম্প্রতি বিনামূল্যে এত সুন্দর সেবা পেয়ে অত্যন্ত আনন্দিত।তবে,আরেকটু বড় পরিসরে সেবা দেওয়ার ব্যবস্হা করা হলে এলাকায় হতদরিদ্র রোগীদের জন্য সুবিধা জনক হবে বলে দাবি করেন সেবা নিতে আসা রোগীরা।এই সময় রোগীরা এই সেবা সেন্টার পরিচালনার দায়িত্বে থাকা সকলে কে ধন্যবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন।