ঢাকাSunday , 18 May 2025
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

খিলক্ষেত কুর্মিটোলা স্কুল এন্ড কলেজে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতে বাঁধা প্রদানের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

admin
May 18, 2025 4:57 pm । ৩৯৯ জন
Link Copied!

বিশেষ প্রতিনিধি,দৈনিক সময়ের কথাঃ

রাজধানীর খিলক্ষেত কুর্মিটোলা স্কুল এন্ড কলেজে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াতে সরাসরি বাঁধা প্রদানের অভিযোগ উঠে এসেছে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জুলাই অভ্যূন্থানে ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে।

আজ (১৮ মে) রবিবার সরকারি নির্দেশনা অনুযায়ী কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে তারুণ্যের উৎসব উদযাপন অনুষ্ঠানে শুরুতেই কোরআন তেলাওয়াত করার জন্য ঘোষণা আসলে কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ইসলাম বিদ্বেষী আওয়ামী ফ্যাসিস্টের দোসর মোঃ শাজাহান সরাসরি কোরআন তেলাওয়াতে বাঁধা প্রদান করেন।তাৎক্ষণিক মঞ্চে উপস্থিত শিক্ষকরা জোর প্রতিবাদ করলে পরবর্তীতে কোরআন তেলাওয়াত করাতে বাধ্য হয়।যা নিয়ে সাধারণ শিক্ষকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

সাধারণ শিক্ষকগণ ‘দৈনিক সময়ের কথা’কে বলেনঃনানা অনিয়মের মাধ্যমে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে স্হানীয় কিছু আওয়ামী নেতাদের সাথে হাতাত করে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করার জন্য এই প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান কে চেয়ারে বসানো হয়।কিন্তু সম্প্রতি জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলেও স্হানীয় কথিত কিছু বিএনপি নেতাদের মেনেজ করে তিনি পূর্বের ন্যায় চেয়ারে বসে প্রতিষ্ঠানের নিয়ম পরিপন্থী সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তা নিয়ে সাধারণ শিক্ষকগণ মুখ খুললে কথিত নেতাদের দিয়ে তাদের কে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেনঃপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান একজন ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।তিনি জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদের কর্মসূচিতে সরাসরি বাঁধা প্রদান করেন। কিন্তু দূর্ভাগ্য স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হলেও তিনি এই চেয়ারে বসে নানান অপরাধমূলক কর্মকাণ্ড প্রকাশ্যে চালিয়ে গেলেও তার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।বরং বর্তমান কিছু কথিত বিএনপির অসাধু নেতারা তাকে এইসব অপকর্মে সাহায্য করে যাচ্ছে। এতবড় একজন গুরুতর অপরাধী শহীদ ছাত্রদের রক্তের উপরে কীভাবে এখনও চেয়ারে বহাল তবিয়তে এই প্রশ্ন আজ সবার?

উল্লেখ্য,অভিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান একজন ফ্যাসিস্ট দোসর।তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা সহ নিয়োগ বাণিজ্যের একাধিক অভিযোগ রয়েছে। তাই সাধারণ শিক্ষকগণের দাবি অনতিবিলম্বে এই ফ্যাসিস্ট দোসর প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান কে অপসারণ করে প্রতিষ্ঠান কে নানান অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে হবে।