ঢাকাSunday , 20 April 2025
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে ১ হাজার পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার।

admin
April 20, 2025 6:06 pm । ৩৩৭ জন
Link Copied!

ইমরান হাসান, ক্রাইম রিপোর্টার নারায়ণগঞ্জ।

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মোসাঃ সীমা আক্তার (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত শনিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি- মোসাঃ সীমা আক্তার নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানার চাষারা গলাচিপা এলাকার মৃত রহমানের মেয়ে।

পুলিশ জানায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি মফিজুর রহমানের নির্দেশে পুলিশের একটি টিম চেকপোস্ট পরিচালনা করে আসামি সীমা আক্তারকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি উক্ত আসামি পেশাদার মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে ক্রয় ও বিক্রয় করতেন।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, ১ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।