ঢাকাSaturday , 17 May 2025
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পূর্নাঙ্গ কমিটির আশায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ত্যাগী কর্মীরা।

admin
May 17, 2025 2:18 pm । ৪২৪ জন
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ মোঃ মাসুদ রানা

পূর্নাঙ্গ কমিটির আশায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ত্যাগী কর্মীরা,পূর্নাঙ্গ কমিটি নেই প্রায় বহু বছর ত্যাগীরা হতাশ কবে পরিচয় পাবে ত্যাগীরা?

কবে হবে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল এর পূর্নাঙ্গ কমিটি?
যারাই নেতৃত্বি আসেন তারাই বলে পূর্নাঙ্গ কমিটি হবে, কবে পরিচয় পাবে দুর্দিনের কর্মীরা?

২০১৬ সালে এস এম মিজানুর রহমান রাজ কে সভাপতি ও সাজ্জাদ হোসেন রুবেল কে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন করেন, ততকালীন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, তারাই করেছিলেন, প্রায় ৪০০ বিশিষ্ট কমিটি। পরিচয় পেয়েছিলেন ত্যাগী কর্মীরা, কিন্তু তারপর থেকে কেনো পূর্নাঙ্গ কমিটি হচ্ছে না? বর্তমান কমিটি ৪৫ দিনের ভিতরে পূর্নাঙ্গ করার কথা থাকলেও হয়নি।

৫ মাস পার হচ্ছে কিন্তু, কোনো সাড়াশব্দ নেই জানতে চাইলে দায়িত্বশীল নেতারা বলেন সবাই পরিচয় পাবে আমরা চেষ্টা করছি, এদিকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল এর কয়েকজন ত্যাগী ছাত্র নেতা বলেন এভাবেই সবাই আশা দিয়ে চলে যায় আমাদের, দেখার কেউ নেই তৃণমূল নেতা কর্মীদের। একটা পরিচয়ের জন্য হতাশ ত্যাগি নেতা কর্মীরা।