ঢাকাThursday , 26 December 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

জরুরি নোটিশ:

admin
December 26, 2024 4:48 am । ৫২৯ জন
বা-পাশে চেয়ারম্যান সাগরিকা ইসলাম ডা-পাশে ডাইরেক্টর এডমিন আব্দুল কুদ্দুস। প্রোফাইল চবি
Link Copied!

সময়ের কথা বার্তা ডেস্কঃ

বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন( বাসক)এর সকল নেতৃবৃন্দ ও কর্মী সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

২০২৪ সালে যাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যাবে। তারা অতি দ্রুত আইডি কার্ড নবায়ন না করিলে তাদের সদস্য পদ বাতিল করা হইবে।

কারণ ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম,বাংলাদেশ আইনসাতা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের প্রত্যেক সদস্য ও কর্মীদের ছবিসহ মোবাইল নাম্বার, পদবী আইডি কার্ড নং ও কর্মীর যাবতীয় তথ্য বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের ওয়েবসাইটে সংযুক্ত করা হবে।

তাই অতি দ্রুত প্রত্যেক কর্মী ও সদস্য গণকে তাদের আইডি কার্ড নবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।

অনুরোধক্রমে,সাগরিকা ইসলাম।
চেয়ারম্যান
মানবাধিকার সংস্থা,বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)

যোগাযোগে ঠিকানাঃ
প্রধান কার্যালয়- রিসোর্সফল পল্টন সিটি -১১ তলা, রুম নং – ১১০৩,পুরানা পল্টন, ঢাকা ১০০০, ঢাকা।