ঢাকাWednesday , 8 October 2025
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

খিলক্ষেতে মরণফাঁদে পরিণত হয়েছে ফুটওভার ব্রিজ,যে কোন সময় ঘটতে পারে বড় দূর্ঘটনা

admin
October 8, 2025 2:18 am । ১২০ জন
চবি:দৈনিক সময়ের কথা
Link Copied!

বিশেষ প্রতিনিধি,ঢাকা:

রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের সামনে বিমানবন্দর সড়কে অবস্থিত ব্যস্ততম ফুটওভার ব্রিজের একটি অংশ হেলে পড়েছে। ব্রিজের স্টিল সাপোর্ট আঘাতপ্রাপ্ত হওয়ায় ব্রিজের একটি পাশ কাত হয়ে গেছে। এলাকাবাসীর আশঙ্কা যেকোনো সময় এটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার ঘটতে পারে।

পথচারীরা গুরুতর অভিযোগ করে বলেন,এই ঝুকিপূর্ণ ফুটওভার ব্রিজটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবীসহ শত শত মানুষ যাতায়াত করেন। ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেও বিকল্প কোনো পথ না থাকায় বাধ্য হয়ে এই ব্রিজটি ব্যবহার করতে হচ্ছে।

খিলক্ষেত বনরূপা এলাকার বাসিন্দারা বলেন, ব্রিজটির দিকে তাকালেই ভয়ে বুক কাপেঁ। সবাই জানে এটি ঝুঁকিপূর্ণ,কিন্তু কেউ কিছু করছে না।স্থানীয়দের ভাষ্য, কিছুদিন আগে একটি ওভারলোডেড ট্রাক ব্রিজটির নিচের একটি পিলারে ধাক্কা দেয়। এতে পিলারটি ক্ষতিগ্রস্ত হয় এবং ব্রিজের একটি দিক নিচের দিকে হেলে পড়ে। এরপর থেকে ব্রিজটির অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।খিলক্ষেত এলাকার এক দোকানদার বলেন, ভবনের সামনে দাঁড়িয়ে চোখের সামনে দেখি ব্রিজটা কাঁপে। একটু বড়সড় কিছু হলেই ভেঙে পড়বে-এই ভয় নিয়ে আছি প্রতিদিন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর আওতাভুক্ত হলেও ব্রিজটি সংস্কারের বিষয়ে এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় কাউন্সিলর বা ওয়ার্ড অফিস থেকেও কোনো নির্দেশনা বা সতর্কতামূলক ব্যানার চোখে পড়েনি।একজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন,কোনো শহরে যদি ফুটওভার ব্রিজই এভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে থাকে, তাহলে জনগণের নিরাপত্তা কোথায়?

নির্মাণ প্রকৌশল বিশেষজ্ঞদের বক্তব্য, হেলে যাওয়া বা কাঠামোগত ক্ষতির পর একটি ব্রিজ ব্যবহারযোগ্য থাকে না।এ ধরনের অবস্থা থাকলে তা অবিলম্বে বন্ধ করে প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে মেরামত বা প্রতিস্থাপন করা উচিত।স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্রিজটি মেরামত বা প্রতিস্থাপন করে একটি টেকসই ও নিরাপদ ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। তারা বলছেন, এ বিষয়ে দেরি হলে প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।