ঢাকাFriday , 3 October 2025
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ধেয়ে আসছে তীব্র ঘূর্ণিঝড়”শক্তি”আঘাত হানবে যে সব এলাকায়

admin
October 3, 2025 9:45 am । ১১২ জন
Link Copied!

সময়ের কথা ডেস্ক রিপোর্ট:

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ‘শক্তি’ নাম পেয়েছে। এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৮৩ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।বৃহস্পতিবার রাতেই এটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় শক্তি সরাসরি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করবে না। তবে এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলসহ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এতে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারি, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি রয়েছে।

তাছাড়া আগামী ৭২ ঘণ্টায় দেশের আটটি বিভাগে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুম এখনো শেষ না হলেও এ সময় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির পরিবেশ বিরল। চলতি মৌসুমে ইতিমধ্যেই রেকর্ডসংখ্যক লঘুচাপ ও নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তার ধারাবাহিকতায় এবার মৌসুম শেষ হওয়ার আগেই ঘূর্ণিঝড় শক্তির আবির্ভাব ঘটল।