ঢাকাMonday , 11 August 2025
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

খিলক্ষেতের শীর্ষ চাঁদাবাজ সাবেক ফ্যাসিস্ট দোসর “মামুন” সেনাবাহিনীর হাতে আটক

admin
August 11, 2025 10:21 pm । ৫৬৬ জন
খিলক্ষেতের শীর্ষ চাঁদাবাজ মামুন,চবি:দৈনিক সময়ের কথা
Link Copied!

বিশেষ প্রতিনিধি, দৈনিক সময়ের কথাঃ

রাজধানীর খিলক্ষেত বাজারের বহুল সমালোচিত সর্বোচ্চ চাঁদাবাজ খ্যাত “মামুন”ওরফে চাঁদাবাজ মামুন অবশেষে সেনাবাহিনীর হাতে আটক।

আজ(১১ আগস্ট)সন্ধায় খিলক্ষেত বাজারের ৩০০ ফিটের মাথা সংলগ্ন খেলার মাঠের পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে এই বৃহৎ চাঁদাবাজ কে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনীর অভিযানকারী দল।

স্হানীয় সূত্রে জানাযায়, মামুন ৫ আগস্ট-২০২৪ ইং এর পূর্বে স্হানীয় আওয়ামিলীগ নেতাদের একান্ত সহযোগী হিসেবে চামচামি করে আসলেও ২৪ এর গণ-অভ্যুত্থানের পর মামুন রাতারাতি যুবদলের নেতা বনে যায়।শুরু হয় তার বেপরোয়া চাঁদাবাজি।খিলক্ষেত বাজারে ফুটপাত দখলদারিত্বে এগিয়ে রয়েছে মামুন।তার দখলে রয়েছে ১৬ টির ও উপর দোকান।যেখান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ চাঁদা যায় মামুনের পকেটে।যার একটা অংশ দিয়ে দিয়ে লালন পালন করে মামুনের টোকাই বাহিনীদের।

স্হানীয় সচেতন মানুষ বলেন,মামুন আগে আওয়ামিলীগের হয়ে বাজারে চামচামি করলেও গণ-অভ্যুত্থানের পর কেমনে যুবদলের বড় নেতা বনে যায় এই প্রশ্ন আজ সবার?এত শক্তি কোথা থেকে আসে মামুনের এই প্রশ্ন আজ বর্মহলে?প্রশাসনের প্রতি সাধারণ ব্যবসায়ীদের অনুরোধ যেন এই শীর্ষ চাঁদাবাজ মামুনের উপযুক্ত বিচার নিশ্চিত করা হয়।