কক্সবাজার ডেস্কঃ
গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০% বাড়িভাড়া ও ১৫০০টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশের ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলমান কর্মবিরতি পালন করছে।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সর্ব দক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হ্নীলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন করতে দেখা যায়।
সূত্রে জানাযায়, গতকাল যৌক্তিক দাবি নিয়ে সারাদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন পালন করেন।সেখানে হঠাৎ পুলিশের কিছু সদস্য আন্দোলনরত শিক্ষকদের উপর বর্বর হামলা চালায়।এই সময় অনেক শিক্ষক আহত হয় বলে জানান কর্মবিরতি পালনে অংশ নেয়া শিক্ষকগণ।
এই সময় শিক্ষকগণ বলেন, অনতিবিলম্বে আন্দোলনরত শিক্ষকদের দাবি মেনে নিয়ে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে না দিলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন শিক্ষককেরা।